গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মেট্টো পলিটন পূ্বাইল থানা এলাকায় ডিজিটাল সার্ভিলেন্স ( সি সি ক্যামেরা )- এর উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে থানার বিভিন্ন এলাকায় মোট ৬৫ টি সি সি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই সি সি ক্যামেরা স্থাপনের মাধ্যমে এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নিয়ন্ত্রন করা সম্ভব হবে এবং নারীরা নির্ভয়ে চলাচল করতে পারবে এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রন করা সম্ভব হবে। থানা এলাকা সি সি ক্যামেরার আওতায় আনার জন্য আর্থিক সেবা প্রধান করেন লতা হারবালের চেয়ারম্যান আয়ুব আলী খান, গাজীপুর সিটি কর্পোরেশন ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান শিরিশ। মর্ডান ও ক্লাসিক কম্পিটার সিস্টেম প্রতিষ্ঠান দুটি সেভেন কে সেভেন ব্রান্ড এর মাধ্যমে সি সি ক্যামেরাগুলো স্থাপন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর- ৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্টো পলিটন পুলিশ কমিশনার জনাব খন্দকার লুৎফুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্টো পলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকত উল্লাহ খান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর মেট্টো পলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ।