কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরীর ও জালালপুর এই দুই ইউনিয়নের সংযোগ স্থাপনকারী এই ব্রিজটির সংষ্কার কাজ শুরু হয়েছে। অবশেষে কতৃপক্ষের নজরে এসেছে ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি।
কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের প্রচেষ্টায় বহুল- আলোচিত জালালপুর-লোহাজুরী ইউনিয়নের সংযোগ সড়কে ঝুঁকিপূর্ণ কালভার্ট ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য যে, গত ১৭ ফেব্রুয়ারী ২০২১ ইং দৈনিক জাতির বার্তা ও আই নিউজ বিডি ও ১৮ ফেব্রুয়ারী ২০২১ ইং তারিখে দৈনিক দেশ সেবা পত্রিকায়, সাংবাদিক মোঃ আলী সোহেল এর প্রতিবেদনে “ব্রিজটি এখন মরণফাঁদ, দেখার কেও নেই ” এই শিরোনামে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।
এরই ধারাবাহিকতায় ঝুঁকিপূর্ণ এই ব্রিজটির বিষয়ে কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের নজরে আসলে তার প্রচেষ্টায় বহুল- আলোচিত জালালপুর-লোহাজুরী ইউনিয়নের সংযোগ সড়কে ঝুঁকিপূর্ণ কালভার্ট ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছে।
স্হানীয় সূত্রে জানা যায়, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের প্রচেষ্টায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অর্থায়নে এই ব্রীজটি নতুন করে নির্মাণ করবে।
ব্রিজটির উপর দিয়ে কটিয়াদি উপজেলার লোহাজুরীর ও জালালপুর এই দুই অঞ্চলের হাজার হাজার মানুষ সহ বেশ কয়েকটি গ্রামের শত শত মানুষ প্রতিদিনই চলাচল করে থাকে। ব্রীজের মাঝখানে অনেকটা জায়গা ধসে পড়ায় হুমকির মুখে পড়েছিলো যাতায়াত ব্যাবস্থা। প্রতিদিনই এই রাস্তা দিয়ে শত শত যানবাহন চলাচল করে। ব্রিজটির মাঝখানে ভেঙে যাওয়ায় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ইজিবাইক, সিএনজি, অটোরিক্সা পারাপার করতে পারলেও বড় ধরনের কোন মালবাহী গাড়ি এবং রোগীর গাড়ি চলাচল করা সম্ভব না হওয়ায় এই এলাকার মানুষদেরকে চরম দোর্ভোগ পোহাতে হয়েছে। এই ব্রিজটির দ্রুত মেরামতের কার্যকরি পদক্ষেপ গ্রহণ করায় এলাকাবাসীর বহুদিনের প্রত্যাশা পূরণ হবে এবং দুঃখ দূর্দশা লাগব হবে।
এই ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের ব্যাবস্থা নেওয়ার জন্য কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।