নিজস্ব প্রতিবেদকঃ  লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে সন্তান বিক্রি করেছিল প্রতিবন্ধী হাসিনা বেগম। তিনি যোদ্ধার মিয়ার ১ম স্ত্রী হওয়া সত্ত্বেও ভোরন পোষাক  পাননি এতোদিন কিন্তু শারীরিক চাহিদা মিটাতে প্রায় ই হাসিনার ঘরে আসতো যোদ্ধার। তার ২য় স্ত্রী সহ তার সহবাস ও চলাফেরা । গত কয়েকদিন আগে হাসিনা বেগমের ৩য় সন্তান জন্ম নিলে এই শিশুকে ২০ হাজার টাকায় বিক্রি করতে উতসাহ দেন তার স্বামী যোদ্ধার এবং ক্রেতার কাছে টাকা ও নেন তিনি। গণ মাধ্যমে এটা ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন বিষয়টা নজরে নিয়ে বাচ্চা শিশুর মাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এবং বিভিন্ন ভাবে আর্থিক সাহায্য ও করেন। এর মধ্যে বিষয় টা শেখ রাসেল ফেডারেশন ইউ এস এর সভাপতি ডাক্তার ফেরদৌস এর নজরে গেলে তিনি এবং গৌরব-৭১ এর সম্পাদক এফ এম শামীম, মো মিঠুন মিয়া(গ্রন্থনা ও  প্রকাশনা সম্পাদক লালমনিরহাট ছাত্রলীগ) এর এর তত্ত্বাবধানে ইউ এন ও (আদিতমারী) স্যার এর সহযোগিতায় ঐ মহিলা কে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন এবং পরবর্তী বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন জনাব মিঠুন মিয়া।