নিজস্ব প্রতিবেদকঃ  বর্তমান সময়ে ব্যাপক উত্তেজনাপূর্ণ ভারতের রাজনৈতিক পরিস্থিতি। প্রায় সব অঙ্গনেই দৃশ্যমান অস্থিরতা। তার মধ্যে বাদ পরেনি বলিউডও। কখনো রাজনৈতিক মতবাদে কখনো বা ব্যক্তিগত বিশ্বাসে একে অপরকে একহাত নিচ্ছেন। বিশেষ করে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত  এর রহস্যজনক মৃত্যুর পর। অস্থিতিশীল পরিস্থিতি সবচেয়ে বেশি দেখা দিয়েছে অভিনেত্রীদের মধ্যে । কোন কোন অভিনেত্রী কাজ পাওয়ার জন্য বিছানায় যাওয়ার ব্যাপারকে সত্য বলে দাবী করছেনতো অন্যদিকে নারীবাদী অভিনেত্রীরা অভিযোগ অস্বীকার করছেন। একাধিক শিল্পীরা ভাগ হয়ে যাচ্ছেন দুদলে। কখনো ফেসবুক কখনোবা টুইটারকে হাতিয়ার করে চলছে পারস্পরিক ক্রোধের বহিঃপ্রকাশ। কখনো বা উঠছে মাদক সাম্রাজ্যের খুঁটিনাটি। সম্প্রতি সাবেক ও বয়োজ্যেষ্ঠ  অভিনেত্রী জয়া বচ্চন কাজ পাওয়ার জন্য অভিনেত্রীদের নিজেকে বিলিয়ে দেয়ার ব্যাপারটি বলিউডে সত্য বলে দাবী করেন। এতে বেজায় ক্ষেপেছেন নারীবাদী অভিনেত্রী এবং এসময়ে ভারতের সবচেয়ে বেশি সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। টুইটারে তিনি জয়া বচ্চনকে নিজের নারী প্রধান ছবিগুলোর উদাহরণ টেনে এনে লাঞ্ছিত করেন। তার এই টুইটে জয়ার মতবাদকে সমর্থন করা ভক্তরা রিপ্লাই করেন কঙ্গনার বেশ কিছু খোলামেলা এবং অন্তরঙ্গ ছবি। জয়া বচ্চনকে সমর্থন করছেন জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুরও।প্রবাদ মতে,  যা রটে তা কিছুতো বটে। তাই, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখার পূর্বে সকলের ঢেড় ভেবে নেয়াই উচিত। এখন থেকেই সতর্ক হতে হবে শিল্পী হওয়ার স্বপ্ন লালন করা মানুষদের। সব মিলিয়ে,  দ্বিখণ্ডিত বলিউড কোথায় গিয়ে দাঁড়াবে তা সময়ই বলে দেবে।।