কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের অষ্টগ্রামে গোপতি গজ ও তাজিয়ার মাধ্যমে শিয়া সম্প্রদায়ের দশ-ই মহরম (আশুরা) অনুষ্ঠানের সমাপ্ত হয়েছে।
শনিবার (২৯ আগষ্ট) দিবাগত রাত ১টায় উপজেলার কাস্তুল হোসাইনিয়া পাড়ায় সমাজিক দূরত্ব স্বাস্থ্যবিধী মেনে গোপতি গজ ও তাজিয়ার মাধ্যম শিয়া সম্প্রদায়ের দশ-ই মহররম (আশুর) সমাপ্ত হয়।
এ সময় আখেরী মোনাজাতে অংশগ্রহন করেন কাস্তুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাজন উদ্দিন ভুইঁয়া, কাস্তুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম ভূইয়া, প্রচার সম্পাদক খাইরুল আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি নাছির উদ্দিন, সমাজ সেবক আবদুর রহমানসহ সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।