কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ বর্তমান কোভিড বৈশ্বিক মহামারী করোনাে দ্বীতিয় ঢেউয়ের মুখে কিশোরগন্জ উপজেলার ২নং পুটিমারী ইউনিয়নের অস্বচ্ছল, কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, আলু ঈদ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় নীলফামারী জেলায় কিশোরগঞ্জ উপজেলার ২নং পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী (হাজি পাড়া) ও মাষ্টার পাড়া এবং হাজির হাটসহ ইউনিয়নের মধ্যে অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে পৌঁছে দেন এসব খাদ্য সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগ ২নং পুটিমারী ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার কার্যকরী সদস্য আহবায়ক কমিটি এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি- হোসাঈন মোঃ হানিফ, প্রয়াত চেয়ারম্যান আজিজার মিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহিলা সদস্য ও সাবেক মেম্বার মোছাঃ শেফালী বেগম সহ বিভিন্ন নেতৃবন্দ। প্রয়াত চেয়ারম্যান আজিজার মিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এ এইচ জাকারিয়া সাহেব বলেনঃ আমাদের দেশে নির্বাচন এলেই গ্রামেগঞ্জে ভোট প্রার্থীর দেখা মেলে। দেখা যায় কিছু কিছু ভোটপ্রার্থী জনদরদি সেজে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন ও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ভোটের পর এদের অনেককেই আর খুঁজেও পাওয়া যায় না। আজকে বিশ্বের সবখানে মহামারী করোনা ভাইরাসের জন্য যখন সবাই খাদ্যের অভাবে দিন পার করছে নেতা/নেত্রীরা চুপ করে বসে আছেন। আপনারা সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিন গরীব দুঃখী ও মেহনতী মানুষের জন্য কিছু করুন। বিবেক মানুষের এক মূল্যবান সম্পদ। মানুষ নামক যে যন্ত্রটি পৃথিবীতে বিচরণ করে বেড়ায় সেই যন্ত্রটির মৌলিক মানবীয় প্রাণশক্তিই হলো ‘বিবেক’। এটি ছাড়া মানুষ কখনো মানুষ হিসেবে বেঁচে থাকতে পারে না, সে পশুর কাতারে নেমে আসে। সব মানুষই বিবেকসম্পন্ন। বিবেকের পরিচর্চার মাধ্যমেই কোন সাধারণ মানুষ মহা-মানুষে পরিণত হয়। আবার বিবেকের ক্রমাগত অবহেলার মাধ্যমে বিবেকের অপমৃত্যু ঘটে এবং মানুষ অ-মানুষে পরিণত হয়। সমাজ ও সভ্যতায় নেমে আসে অরাজকতা, বিপর্যয়, অন্যায় ও অবিচার। যার কারণে কেউ ছোট্ট একটি অপরাধ করলে, মানুষ তাকে বলে থাকে ‘লোকটির বিবেক নাই’ অথবা ‘এটি বিবেকহীনের কাজ’।বিবেক রক্ষা করার জন্য নেতৃত্বের অসুস্থ বিবেককে সর্বপ্রথম সুস্থ করে তুলতে হবে। বর্তমান বিবেকের যেই করুণ অবস্থা বিরাজ করছে, তাতে সম্মিলিতভাবে নেতৃত্ব ও এলাকার জনগণ উভয়ের বিবেকের পরিচর্চার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া প্রয়োজন। এ সমস্ত জায়গা থেকে নৈরাজ্যকর অবস্থা দূর করে শক্তিশালী বিবেকবানদের দায়িত্ব দিতে হবে। কারণ মানুষ বিবেকবান, যা দিয়ে সে ন্যায়-অন্যায়ের বাছবিচার করবে এবং অন্যায়-অত্যাচার ও জুলুম-নির্যাতন থেকে নিজেকে বিরত রাখবে। এই বিবেকের কারণে মানুষ পশু থেকে পৃথক সত্তা। মানুষ যখন নিজের পশু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে বিবেক দ্বারা পরিচালিত হয় এবং সৎভাবে তার দৈনন্দিন জীবনযাপন করে, তখনই সে ‘আশরাফুল মখলুকাত’ হিসেবে বিবেচিত হয়। দেশের শিক্ষিত জনগোষ্ঠীর কর্তব্য তাদের নিজস্ব অবস্থান থেকে নিজেদের বিবেকবোধকে জাগ্রত করে নারী ও শিশু নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা। তাহলেই অসহায় নারী ও শিশুরা মানবরূপী দানবদের নির্যাতনের হাত থেকে রক্ষা পাবে। আমরা অনেক আগেই অন্ধকার যুগ পেরিয়ে এসেছি, আমরা এখন সভ্য সমাজের মানুষ। আমরা আলোকিত সমাজের বাসিন্দা। তবুও কেন আমরা নিজেদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি? এই প্রশ্নের জবাবে উত্তর আসে অন্ধ বিবেক। আমরা অন্ধ বিবেকের বদ্ধ ঘরে থাকতে চাই না। আমাদের সমাজ, আমাদের দেশকে আমরা সুন্দরভাবে সাজাতে চাই। সত্যের আলোয় ভরে উঠুক আমাদের সমাজ। সত্য, সুন্দর ও স্বচ্ছতায় জেগে উঠুক আমাদের প্রত্যেকের বিবেক। জয় হোক মানবতার। এসময় প্রয়াত চেয়ারম্যান আজিজার মিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক – দিপক চন্দ্র রায় বলেনঃ আমরা করোনার প্রথমদিক থেকে এই কিশোরগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে অসহায় মানুষদের সকল ধরনের সেবা দেয়ার জন্য বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে তাদের সকল ধরনের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। আমরা তারই ধারাবাহিকতায় এবারও সহযোগীতার জন্য কাজ শুরু করেছি। ইতি মধ্যে আমরা অসহায়, অস্বচ্ছল মানুষের জন্য চাল ডাল আলু ঈদ উপহার হিসেবে দেওয়ার কার্যক্রম শুরু করি ও তাদের মাঝে দিচ্ছি। সাংবাদিক মোঃ শাকিল হোসাঈন বলেনঃ এই কাজ আমাদের নিজেদের স্বার্থে করছি না। বর্তমান করোনার মধ্যে অসহায় হয়ে পড়া মানুষের বিনা মুল্যে খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছি যা দিয়ে তাদের পরিবার-পরিজনদের নিযে এক বেলা দু’মুঠো ভাত খেতে পারে, নিশ্চিন্তে একটু ঘুমাতে পারে। আমি ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাই মানবতার ফেরিওয়ালা জনাব এম এ এইচ জাকারিয়া দাদা ভাইকে! ওনার এই মহৎ কাজের সাথে আমাকে সম্পৃক্ত করার জন্য। আল্লাহ্ পাক ওনাকে সুস্থতা দান করে হায়াতে তাইয়েবা দান করুন, আমিন। পড়ে ২নং পুটিমারী ইউনিয়নের বিভিন্নস্থান থেকে আসা অসহায়, অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন জনাব মোঃ ফাহমিদ হাসান (ফুয়াদ) সহ প্রয়াত চেয়ারম্যান আজিজার মিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ও নেতৃবৃন্দ।