অসুস্থ মনির মিয়াকে, কলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামে আর্থিক সহায়তা প্রদান
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত স্থানীয় সবচেয়ে বড় মানবিক সংগঠন কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম, ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়ে অসুস্থ মনির মিয়া পাশে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর গ্রামের কিডনি জনিত অপারেশনের জন্য অসুস্থ মোঃ মনির মিয়ার পিতাঃ ছেতু মিয়ার হাতে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব এমরান মিয়া ও সম্প্রীতি ফোরামের পৌর শাখার সাধারণ সম্পাদক আব্রাহাম খান জনি।
প্রধান পৃষ্ঠপোষক জনাব মমিনুল হক নাদিম বলেন আমরা সম্প্রীতি ফোরামকে একটি মানবিক প্লাটফর্ম হিসেবে দাঁড় করিয়েছি কোন উপশক্তি আমাদের মানবিক কাজ কে বাধাগ্রস্ত করতে পারবেনা ! সকলেই সম্প্রীতির জন্য দোয়া করবেন এবং সম্প্রীতির পাশে থাকার আহবান করছি !
সদর শাখার সম্মানিত সিভাপতি জনাব সায়েদুল হক,সাধারণ সম্পাদক আব্রাহাম খান জনি , সাংগঠনিক সম্পাদক আলামিন শেখ যৌথ কনফারেন্সে বলেন আমরা বঞ্চিত মানুষের পাশে  ছিলাম এবং থাকবো সকল ষড়ন্ত্র উপেক্ষা করে প্রাণের সংগঠন কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম কে আরো বেগবান করতে সকলের সুপরামর্শ নিয়ে অতীতের চেয়ে বর্তমান কমিটির সমন্বয়ে সম্প্রীতিকে এগিয়ে নিয়েযাবো ইনশাআল্লাহ ! সকলেই সম্প্রীতির পাশে থাকুন !
কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি সিঙ্গাপুর প্রবাসী আসাদ রেজা, সাধারণ সম্পাদক সৌ‌দি প্রবাসী হা‌বিবুর রহমান র‌নি ও সাংগঠনিক সম্পাদক সৌ‌দি প্রবাসী মো: আতাহার আলী বলেন, আমরা ব‌ঞ্চিত মানু‌ষের পা‌শে ছিলাম ভবিষ্যতেও আমরা আমাদের মান‌বিক কাজ অব্যাহত রাখ‌তে চাই। কোন ষড়যন্ত্র আমাদের‌ মান‌বিক কা‌জে বাধা হ‌তে পার‌বেনা ইনশাল্লাহ।