অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬০ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ৫ ম্যাচ টি-২০ সিরিজে মধ্যে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ।
আজ বিকাল ৬ টায় মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শেষ এ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ,২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২২রান। ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নাসুমের ঘূর্ণিতে কুপোকাত হয়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান এরপর সাকিবের ঘূর্ণি জাদুতে একের পর এক বিধ্বস্ত হয়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে সাকিব তুলে নেন ৪ উইকেট।
সাইফুদ্দিন শেষ ম্যাচে সুযোগ পেয়ে তুলে নেন ৩ উইকেট। একের পর এক মাসুম, সাইফুদ্দিন, সাকিবের বোলিংয়ে পরাস্থ হয়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
১৩ ওভার ৪ বলে মাত্র ৬২ রানে গুটিয়ে যায় অজিরা। ৩৮ বল হাতে রেখেই ৬০ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।