কিশোরগঞ্জ প্রতিনিধি : সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন।( ইন্নালিল্লাহি… রাজিউন)
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি রাজধানীর আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হলে, লাইফ সাপোর্টে
থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ নাহিদ ইয়াসমীন ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৫ অক্টোবর ব্যারিস্টার রফিক-উল হককে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এর পর গত ২০ অক্টোবর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে (আই সি ইউ) তে নেওয়া হয়।
আজ শনিবার (২৪ অক্টোবর) সিকিৎসাদ্বীন অবস্থায় তিনি মারা যান।
ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা পড়িয়েছেন আদ-দ্বীন হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুল ইসলাম। জানাজা শেষে এ আইনজীবীর মরদেহ নেয়া হয় পল্টনের নিজ বাসায়। আদ-দ্বীন হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।