পৃথিবী জুড়ে মানুষের আর্তনাদ, হাহাকার,মৃত্যুর মিসিল থেকে বাঁচতে সারা বিশ্বের সকল বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
কিন্তু এই প্রথম রাশিয়ার বিজ্ঞানীরা প্রাণঘাতী করোনার টিকা বাজারে ছাড়ার কথা ঘোষণা দেন।
তাঁরা চলতি মাসে ( সেকেনভ ফাস্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা করোনার চুড়ান্ত হিউম্যান ট্রায়াল শেষ হওয়ার খবর জানান।
জুনের প্রথম দিকে তাঁরা ট্রায়াল শুরু করে প্রথম ও দ্বিতীয় পর্যায় বেশ সাফল্যের সাথে সম্পুর্ণ করেন
রাশিয়ার সুনামধন্য প্রতিষ্ঠান (গামালেই ইন্সটিটিউট অব এপিডেমিওলজি এন্ড মাইক্রোবায়োলজি।
প্রতিষ্ঠানের ডিরেক্টর (আলেকজান্ডার গিন্সবাগ সেদেশের সংবাদ মাধ্যমকে জানান, আমাদের লক্ষ্য হলো আগস্টের প্রথম সপ্তাহেই যাতে ভেক্সিন বাজারে ছাড়তে পারি সেই চেষ্টা করছি।