উখিয়া প্রতিনিধিঃ সম্মানিত পল্লী বিদ্যুৎ গ্রাহকগণ আগামীকাল ১৩/০৩/২১ ইং রোজ শনিবার উখিয়া উপজেলার সমগ্র এলাকা রাজাপালং, হলুদিয়া পালং, রত্না পালং, জালিয়াপালং,পালংখালি এবং টেকনাফ উপজেলার সমগ্র এলাকা বিদ্যুৎ বন্ধ থাকবে।
রামু ক্যান্টনমেন্ট এলাকায় ৩৩ কেভি লাইনের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য এবং ৩৩ কেভি লাইনের চারপাশে গাছ, বাঁশ , লতাপাতা কাটার জন্য সকাল ৭ঃ০০ টা হতে বিকাল ৩ঃ০০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এতে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন পল্লী বিদুৎ অফিস এর পক্ষ থেকে। পল্লী বিদুৎ অফিসের পক্ষ থেকে কামনা করেছেন তাদের কর্মকতারা কাজ করার সময় স্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন কক্সবাজার জেলার পল্লী বিদুৎ সমিতি।