কিশোরগঞ্জ প্রতিনিধি :
আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) উদ্বোধন হচ্ছে ‘হাওরের বিস্ময়’ হিসেবে পরিচিত কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম ‘অল-ওয়েদার’ সড়ক। বিচ্ছিন্ন ৩টি উপজেলাকে যুক্ত করে নির্মিত এ রাস্তাটি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অবশেষে শেষ হচ্ছে অপেক্ষার পালা। রাত পোহালেই স্বপ্নের সোনার বাস্তবায়ন হাওরবাসীর। বৃহস্পতিবার সকালে হাওরবাসীর অলওয়েদার সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সময় হাওরের সৌন্দর্য্য মানেই ছিল জল জোৎস্নার খেলা। তবে এবার প্রকৃতির এ রূপ সাগরে যোগ হয়েছে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামের অলওয়েদার সড়ক। এ সড়ক উদ্বোধনের আগেই ভ্রমণ পিপাসুদের কাছে পর্যটনের নতুন জায়গা হিসেবে স্থান পেয়েছে। প্রতিদিন হাজারো পর্যটক এসে ভীড় করছেন এ সড়কে।
এলাকাবাসী বলছেন, এ সড়ক উদ্বোধনের মাধ্যমে হাওরে নতুন দিগন্তের উন্মোচন হবে। সড়ককে ঘিরে হাওরে, কেরালার মডেলে পর্যটন এলাকা ঘোষণার উদ্যোগ নিয়েছে প্রশাসন।
চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান বলেন, এ সড়ককে ঘিরে সমৃদ্ধ হবে হাওরের অর্থনীতি। বাড়বে মানুষের জীবনমান উন্নত হবে এমনটা মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
কিশোরগঞ্জের কৃতি সন্তান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের একান্ত ইচ্ছে ও প্রচেষ্টায় সড়ক ও জনপদ বিভাগের অধীনে এক হাজার দুই শত ৬৮ কোটি টাকা ব্যয়ে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে সারা বছর চলাচল উপযোগী ৪৭ কিলোমিটার উচু পাকা সড়ক ও ৩৫ কিলোমিটার সাবমার্সেবল সড়ক নির্মাণ করা হয়। এতে ২২টি পাকা সেতু, ১০৪টি কালভাট নির্মাণ করা হয়েছে। এছাড়া শুকনো মৌসুমে শহরের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য বিভিন্ন নদীতে ৫টি ফেরি চালু করা হয়েছে।
ভবিষ্যতে হাওরের অলওয়েদার সড়কটি সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের সাথে সংযোগ স্থাপন করা হবে। এছাড়া হাওরে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে ও জানান কিশোরগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুল আলম।