আগামীকাল হাটহাজারীর সদ্য প্রয়াত তিন উস্তাদের স্মরণে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি, শেখ আব্দুল্লাহ উসামা

সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে আহবাবে দারুল উলুম হাটহাজারী ঢাকাদক্ষিণ এর উদ্যোগে উম্মুল মাদারিস আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রামের মহাপরিচালক ও হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিঃ ও মুফতিয়ে আজম বাংলাদেশ আল্লামা আব্দুসসালাম চাটগামী রাহিঃ এবং সদ্য প্রয়াত হেফাজতের আমীর দারুল উলুম হাটহাজারীর শায়খুল হাদীস ও নাজিমে তালিমাত, কায়েদে মিল্লাত আল্লামা হাফিজ জুনাইদ বাবুনগরী রাহিঃ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল আগামীকাল।

১৩ সেপ্টেম্বর রোজ সোমবার ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে বেলা ২ঘটিকা হতে।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন দারুল উলুস হাটহাজারীর ফাজিল, ঢাকাদক্ষিণ মাদরাসার শায়খুল হাদিস হাফিজ মাওলানা মুঈনুল ইসলাম খান সাহেব। প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকবেন, খলিফায়ে আল্লামা আহমদ শফি ও সিলেটের আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি মুজিবুর রহমান সাহেব। বিশেষ মেহমান হিসাবে আলোচনা করবেন হাটহাজারী মাদরাসার ফাজেল মুফতি মঞ্জুরুর রশিদ আমিনী কাতিয়া, মুফতি ইকবাল হুসাইন নগরী, মুফতি খায়রুযযামান আহমদাবাদী, সহ স্থানীয় বরেণ্য উলামায়ে কেরাম।

এদিকে দেশের সর্বজনশ্রদ্ধেয় ৩ বরেণ্য আলেমের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কে কেন্দ্র করে ব্যাপক প্রচার ও দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দারুল উলুম হাটহাজারীর মুহিব্বীনরা। আর সকলের উপস্থিতি ও মাহফিলের সর্বাত্মক সফলতা কামনায় দেশ বিদেশের সকলের কাছে দোয়া চেয়েছেন আয়োজকবৃন্দ।