বিশেষ প্রতিনিধিঃ আগামীকাল সারাবিশ্বে পালিত হবে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’। প্রতি বারের ন্যায় এবারও বাংলাদেশে জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালিত হবে। এই বারের দিবসের প্রতিপাদ্য হচ্ছে “মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি। ইতিমধ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি পালনের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, জেলা ও উপজেলা প্রশাসন এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, সচেতনতা অভিযান, প্রমাণ্য চিত্র প্রদর্শনী ইত্যাদি।