নিজস্ব প্রতিবেদকঃ
আজ ২২শে আগষ্ট কবি ও সাংবাদিক
তরণী কান্ত সুমন- এর ৩৬ তম জন্মদিন।
কবি-তরণী কান্ত সুমন ১৯৮৫ সালের ২২ অাগস্ট রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা ডাকঘর বুড়ীরহাট পূৃর্ব কাংলাচড়া গ্রামে জন্ম গ্রহণ করেন । বাবা বাবু মহেশ চন্দ্র রায় ও মা স্বর্গীয় শুশিল্লা রানী রায় । উল্লেখ্য যে-তিনি দৈনিক যুগের অালো পত্রিকা কর্তৃক “সম্মাননা”
-২০০৫ । বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমি কর্তৃক “শিশুসাহিত্য পদক”২০১৮। বাংলাদেশ কবি-লেখক ফোরাম কর্তৃক
বিশ্বসাহিত্য কেন্দ্রে “সম্মাননা স্মারক”২০১৮ এবং বিভিন্ন সংগঠন কর্তৃক পুরস্কৃত হয়েছেন।
তিনি মূলত সাংবাদিক, লেখক-তরুণ সংগঠক, কবি ও ছড়াকার হিসেবে আত্নপ্রকাশ করলেও সাহিত্যের প্রত্যেকটি শাখায় রয়েছে সমান ভাবে বিচরণ। ছোটবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি । বিভিন্ন অাঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল, ম্যাগাজিন, সাহিত্যের কাগজে লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে এবং সমসাময়িক বিষয়ে লিখছেন।আমরা কবি’র সার্বিক সাফল্য এবং মঙ্গল কামনা করছি।