আজ থেকে মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার
ওয়ানডে সিরিজ।করোনার ভয়াবহতাকে ছাপিয়ে পুরো পৃথিবীতেই ক্রীড়াঙ্গন পুনরায়
সোচ্চার হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।বাংলাদেশ ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম
নয়।তবে, করোনার প্রাদুর্ভাব বিবেচনায় থাকছে সামাজিক দূরত্বের বিধান।
ক্রিকেট প্রেমীদের জন্য এই ম্যাচ মাঠে গড়ানো বেশ সুসংবাদ বটে।
তবে, সিরিজ শেষে এই সুসংবাদ হাসিতে পরিণত হবে নাকি দুঃখে পরিণত হয় তাই
এখন দেখার বিষয়।যা কিনা পুরোটাই নির্ভর করছে টাইগারদের মাঠের
পারফর্ম্যান্সের উপর।
ও.ই িন্ডজের বিপক্ষে ভক্তদের মনের আশা টাইগাররা কতোটা পূরণ করতে পারেন
সেটাই দেখা যাবে আজ থেকে।।