তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধি : অাজ বিজয়াদশমী। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দূর্গাপূজা। প্রতিটি হিন্দু পরিবারে মধ্যে অানন্দে মুখরিত ৫টি দিন ছিল। ছিল ভক্ত কূলের সাহস শান্তি সম্ভাবনাময় প্রতিটি তিথীতে দূর্গতিনাশিনী দূর্গা মা অাশির্বাদ রূপে । অায়োজনে ছিলোনা কোন ত্রুটি বিচ্ছেদ। তাঁকে উৎসর্গ করেই ছিলো ভক্তদের নানামুখী নিত্যকর্ম।বিদায় যে এভাবে দিতে হবে ভক্তরা সত্যিই ভাবতে পারে না। দূর্গা মা ছিলো কয়েকটা ছিল মধুময় হাসিখুশিতে ভরা। যখন ভক্তদল শুনতে পেলো অাজ বিজয়াদশমী অথাৎ মাকে বিদয়ের শেষ দিন তখনেই অনমনা হয়ে ভক্তদের চোখ থেকে জল বেরিয়ে অাসতে থাকে- ” অার মা! মা! বলে ডাকতে থাকে। জল ভরা চোখে মাকে প্রশ্ন করে চেয়ে নেয় অাশির্বাদ ভক্তদল- ” তুমি সত্যিই চলে যাবে মা অামাদের ছেরে? যাবেই যদি যাও তোমাকে বাঁধা দিবো না। তবে অাশির্বাদ করে যাও অামরা যেন এই মর্ত্যলোকে তোমার ভক্তিঁবলে অসুরদের কাছ থেকে নিরাপদে থাকতে পারি “। বিদায়ের এই মুহুর্ত গুলো কতোটা ব্যথিত করে সেটা কেবল মায়ের ভক্তরা জানেন। তবুও মায়ের বিদায়কে গোপন কান্নায় চেপে রেখে হাসিমুখে মাকে বিদায় জানায় ঢাক শঙ্খ অার উল্ধনি দিয়ে সমবেতে উৎফুুুল্ল কন্ঠে – “বলো দূর্গা মাইকে জয়, বলো দূর্গা মাইকে জয়”।