নেত্রকোনা প্রতিনিধিঃ‘আটপাড়ায়’আটপাড়ায় তিনদিনব্যাপী সংকীর্তন শুরু হবে ২০ মার্চ থেকে’
নেত্রকোণার আটপাড়া উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা বাড়ী মন্দির বানিয়াজান ৩ দিন ব্যাপী নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। সংকীর্তনের সূচীপত্র অনুযায়ী আগামী ২০ মার্চ শনিবার শুভ অধিবাস শুরু করে ২১ ও ২২ মার্চ ১৬ প্রহরব্যাপী অখন্ড তারকব্রহ্ম হরিমান সংকীর্তন ও মহাপ্রভুর ভোগরাগ, প্রসাদ বিরতণ এবং ২৩ মার্চ মঙ্গলবার মোহন্ত বিদায়
নাম সুধা পরিবেশনায়- শ্রী শ্রী জগবন্ধু সম্প্রদায়, আটপাড়া, অমৃতবাণী সম্প্রদায়, বারহাট্টা, শ্রীশ্রী কুলেশ্বরী সম্প্রদায়, মোহনগঞ্জ, শ্রী শ্রী সখী সম্প্রদায়, মৌলভীবাজার, শ্রী শ্রী বিষ্ণুদয়াল সম্প্রদায়, বারহাট্টা, শ্রী শ্রী হরি ভক্তি সম্প্রদায়, নেত্রকোণা, শ্রীশ্রী স্থানীয় কৃষ্ণ যুব সংঘ, দূর্গাবাড়ী।
সংকীর্তন অনুষ্ঠানের সহযোগিতায়- ডা: হরিমোহন পন্ডিত নিউটন, সঞ্জয় কুমার তালুকদার, প্রনব সরকার, দীপক দেবনাথ খোকন, শ্যামল চন্দ্র সাহা, অভিজিত দেবনাথ লিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, শ্রী চন্দন সরকার, সার্বিক পরিচালনায় রাজর্ষি দেবনাথ সুমন। এ ব্যাপারে রাজর্ষি দেবনাথ সুমন বলেন, আটপাড়া কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা বাড়ী মন্দিরে ৩ দিন ব্যাপী সংকীর্তনে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।
ফয়সাল চৌধুরী
১২-০৩-২০২১ শুক্রবার তিনদিনব্যাপী সংকীর্তন শুরু হবে ২০ মার্চ থেকে’।
নেত্রকোণার আটপাড়া উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা বাড়ী মন্দির বানিয়াজান ৩ দিন ব্যাপী নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। সংকীর্তনের সূচীপত্র অনুযায়ী আগামী ২০ মার্চ শনিবার শুভ অধিবাস শুরু করে ২১ ও ২২ মার্চ ১৬ প্রহরব্যাপী অখন্ড তারকব্রহ্ম হরিমান সংকীর্তন ও মহাপ্রভুর ভোগরাগ, প্রসাদ বিরতণ এবং ২৩ মার্চ মঙ্গলবার মোহন্ত বিদায়
নাম সুধা পরিবেশনায়- শ্রী শ্রী জগবন্ধু সম্প্রদায়, আটপাড়া, অমৃতবাণী সম্প্রদায়, বারহাট্টা, শ্রীশ্রী কুলেশ্বরী সম্প্রদায়, মোহনগঞ্জ, শ্রী শ্রী সখী সম্প্রদায়, মৌলভীবাজার, শ্রী শ্রী বিষ্ণুদয়াল সম্প্রদায়, বারহাট্টা, শ্রী শ্রী হরি ভক্তি সম্প্রদায়, নেত্রকোণা, শ্রীশ্রী স্থানীয় কৃষ্ণ যুব সংঘ, দূর্গাবাড়ী।
সংকীর্তন অনুষ্ঠানের সহযোগিতায়- ডা: হরিমোহন পন্ডিত নিউটন, সঞ্জয় কুমার তালুকদার, প্রনব সরকার, দীপক দেবনাথ খোকন, শ্যামল চন্দ্র সাহা, অভিজিত দেবনাথ লিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, শ্রী চন্দন সরকার, সার্বিক পরিচালনায় রাজর্ষি দেবনাথ সুমন। এ ব্যাপারে রাজর্ষি দেবনাথ সুমন বলেন, আটপাড়া কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা বাড়ী মন্দিরে ৩ দিন ব্যাপী সংকীর্তনে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।
ফয়সাল চৌধুরী
১২-০৩-২০২১ শুক্রবার