আটপাড়ায় প্রথম ডোজের গণটিকা কার্যক্রম সম্পন্ন
ফয়সাল চৌধুরী, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ায় ১ম ডোজের গণটিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে, শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম ডোজের ১ কোটি গণটিকা কার্যক্রমের দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৩৭টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ১২ বছরের উর্দ্বে প্রতিটি নাগরিকের মাঝে এই গণটিকা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রথম ডোজের প্রায় ৫ হাজার গণটিকা দেয়া হয়। গণটিকা কার্যক্রমটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শরীফ আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা’র যৌথ তত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ও অফিসার ইনচার্জ জাফর ইকবালসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ তদারকির দায়িত্ব পালন করেন।
