নেত্রকোণা প্রতনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোণার আটপাড়ার নাজিরগঞ্জ বাজারে প্রবাসী মানব সেবা সংগঠন এর পক্ষ হতে গরীব দুস্থ, ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ মে) বিকাল ৩ টায় সামাজিক দুরুত্ব বজায় রেখে এসকল ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন,
নেত্রকোণা জেলা আটপাড়া মদন উপজেলা মানব সেবা প্রবাসী সংগঠনের ক্রাণ ভিতরণের সময় উপস্থিত ছিলেন
(১) সম্মানীত সহ সভাপতি আবু কাইয়ুম
( ২) সম্মানীত উপদেষ্টা আবুল হোসেন
(৩) ক্রীরা গবেষণা সম্পাদক আব্দুল লতিব
(৪) ক্রীরা গবেষণা সম্পাদক বাহিবুর রহমান
(৫) মানব কল্যাণ সম্পাদক জুয়েল মিয়া
(৬) মেম্বার আব্দুল মোতালিব
৭। কোষাধক্য – মিজানুর রহমান বাচ্চু, আটপাড়া উপজেলা শাখার বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক সুমন খন্দকার,
সুখারী ইউনিয়নের বালাইচ গ্রামের মোঃ সোনা মিয়া ও উকিল মিয়া সোনাকানিয়ার মোঃ হাবিবুর রহমান ও বাহাদুরপুরের আরাধন মিয়া সহ আরো অনেকেই
ইফতার সামগ্রীতে ছিলো, মুড়ি, ছোলা, ডাল, তেল সহ আরোও অনেক কিছু। প্রবাসী মানব সংগঠন এর সদস্য আরিফ ইসলাম বলেন মানুষের সাহায্যই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। ফয়সাল চৌধুরী। ০৬-০৫-২০২১
