আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারে ১২ বোতল চোলাই মদসহ মোহাম্মাদ হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হোসেন নওগাঁর মঙ্গলপুরগ্রামের আব্দুর রহমানের ছেলে। আজ সোমবার সকালে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত ৮টায় পৌর শহরের হবীরমোড়ে হোসেনের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার শয়ন ঘর তল্লাশীকালে দরজারপাশে একটি প্লাষ্টিকের ব্যাগে ১২টি স্পিডের বোতলে রাখা ৩লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। অপরদিকে গতকাল রোববার দুপুর দেড় টায় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনে অভিযান চালিয়ে রহিমা (৭০) নামের এক নারীকে ৯বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে রেলপুলিশ। সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম জানান, বোরখা পড়ে মাদক ব্যবসায়ী রহিমা বিশেষ কায়দায় মাদক বহন করছিলো। ট্রেনটি সান্তাহার জংশন ষ্টেশনে পৌঁছালে তল্লাশীকালে তার কাছ থেকে উল্লেখিত পরিমান ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।