মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার অন্যতম বিতর্ক চর্চা সংগঠন মাগুরা আদর্শ বিতর্ক সংঘ (এমআইডিএস) এর শততম বিতর্ক গ্রুমিং সেশন রঙ্গিন ভাবে উদযাপিত হলো আজ। জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি ও রাজস্ব প্রশাসনের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

শততম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনীয় মাগুরার মান্যবর জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব নাহিদুর রহমান দুর্জয় বলেন— ‘আমি নিজ উদ্যোগেই শুরু করেছিলাম এ অভিযাত্রা মাঝে কেটেছে তিনবছর। সংগঠনের বয়স প্রায় চার বছর হলেও সাপ্তাহিক বিতর্ক গ্রুমিং সেশন শুরু করি ২০১৮ সাল থেকে। এই ১০০ শুধু সংখ্যা নয় ১০০টা গল্প এর সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি, আবেগ এবং ভালোবাসা। এই মাইলফলক স্পর্শ করতে পেরে নিজেকে কিছুটা হলেও সফল মনে করছি। বিতর্ক শিল্পের জয় হোক। মাগুরা জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমআইডিএস এর মাধ্যমে সক্রিয় বিতর্ক ক্লাব প্রতিষ্ঠা করতে চাই। এরই মধ্যে মাগুরা জেলার ৭০টির অধিক প্রতিষ্ঠানে দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছি। আজকের এই দিনে আশা করছি জেলার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এমন সৃজনশীল চর্চা ছড়িয়ে দেব।’

শততম বিতর্ক কর্মশালায় শতাধিক বিতার্কিকদের উপস্থিতিতে আয়োজনটি বৈচিত্র্যময় হয়ে উঠেছিল।