লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগ এলাকায় আজ মঙ্গলবার(১৬ই মার্চ) সকালবেলা ট্রেনে কাটা পরে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৫০ বছর। মৃত্যুকালে তার পরণে ছিল লুঙ্গি ও সোয়েটার। সকালে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটের
রইসবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার রইসবাগ রেলগেটে পূর্বপ্রান্তে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি ঘুরাফেরা করছিল। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্থানীয়রা কেউ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়েছ।