লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের সর্দারপাড়া ফ্রেন্ডস ক্লাব আয়োজিত আজ ৭ই ডিসেম্বর ২০২০  রাত্রীকালীন মুজিব বর্ষ ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়।  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকীকে উদযাপন করা উপলক্ষে এই ম্যাচ এর আয়োজন করা হয়। উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিকুল আলম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ আদিতমারী উপজেলা শাখা।এসময়ে  ফুটবলার ও জাতির  উদ্দেশ্যে  তিনি  তার  বক্তব্যে বলেন দেশ ও জাতির কল্যাণে ও মাদক নির্মুলে খেলা-ধুলার প্রয়োজনীয়তা অপরিসীম।  এছাড়া তিনি আয়োজক কমিটিদেরকে আওয়ামী পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে সবার মাঝে তুলে ধরার জন্য  এরকম ফুটবল ম্যাচের আয়োজন করা সহ বিভিন্ন প্রোগ্রামকে সাধুবাদ জানান। উক্ত খেলায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মমতাজ উদ্দীন বিশিষ্ট ব্যাবসায়ী ও আওয়ামীলীগ নেতা মহিষখোচা ইউনিয়ন শাখা। তিনি সবার উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা স্বরযন্ত্র করছে তাদের কে প্রতিহত করতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।কোথাও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করা হলে কিংবা স্বরযন্ত্র করা হলে তাদের ছাড়  দেওয়া হবে না।   এছাড়া সু- শৃঙ্খলা ভাবে খেলাটি পরিচালনা করার আহ্বান জানান।  পরিশেষে খেলার উদ্ভোদন করেন। উক্ত প্রীতি ম্যাচে যে দল দুইটি অংশ গ্রহন করেন, সর্দারপাড়া ফ্রেন্ডস ক্লাব এবং লতাপাহার চাপারহাট। লতাপাতার চাপারহাট ১-০ গোলে সরদার পাড়া ফ্রেন্ড ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টের ২৪” কালার টিভি  শিরোপা জয় লাভ করেন।এছাড়াও উক্ত ম্যাচে   আরও উপস্থিত ছিলেন মহিষখোচা ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোসাদ্দেক হোসেন চৌধুরী,  মহিষখোচা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল মান্নান কামাল ,মহিষখোচা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন সাদ্দাম, তরুণ ছাত্র নেতা মোনজের মোরসেদ চৌধুরী, মামুনুর রশীদ মামুন সহ আর ও অনেকে।