লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লালমনিরহাট মুক্ত দিবস উদযাপন ও কম্বল বিতরণে অংশ নেন। আজ ৬ ডিসেম্বর ২০২০, সকাল ১১ ঘটিকায় লালমনিরহাট মুক্ত দিবস উদযাপনের অংশ হিসাবে আদিতমারী রেলওয়ে স্টেশন প্লাটফর্ম হতে আনন্দ রেলি বের করে বুড়ির বাজার কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে পুস্পক অর্পণ করেন।শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করেন। এর পর বেলা ১২ টায় সরকারি আদিতমারী কলেজে গিয়ে শীতার্ত মানুষদেরকে ব্রাইট টুমোরো ফাউন্ডেশনের অর্থায়নে আদিতমারীস্ত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় ৫০ পরিবারকে একটি করে কম্বল ও এক বেলা আহার এর আয়োজন করেন। এসময় ব্রাইট টুমোরো ফাউন্ডেশনের মুল কথা আত্ম হত্যা প্রতিরোধ মুলক বিভিন্ন বিষয় তুলে ধরেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কম্বল বিতরণ শেষে সাংগঠনিক আলোচনা করে দিনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, সম্রাট আহসান (রাবি),জুয়েল তাইফ (ঢাবি),জুলফিকার আরাফাত পরশ(জবি),রবিউল ইসলাম (চবি),মাহফুজুল ইসলাম বকুল (বেরোবি),জুনায়েদ জুলফিকার (পাবিপ্রবি),রাজু (বাকৃবি),মুরসালিন মুরাদ(হাবিপ্রবি),মুন ইমু(বেরোবি) সহ অর্ধশতাধিকশিক্ষার্থী।