নিজস্ব প্রতিবেদকঃ  ভারতের বলিউডের বর্তমান সবচেয়ে বেশি সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন বিভিন্ন বিষয়ে। কখনো অন্য কোনো শিল্পীদের নিয়ে অাবার কখনো রাজনৈতিক কোনো ব্যাপারে। ভারতের বর্তমান সময়ে নতুন পাশ হওয়া কৃষি বিল নিয়ে সমগ্র ভারতের কৃষকরা একত্রিত হয়েছেন এই বিল বাতিলের দাবিতে। বিভিন্ন রাজ্যে করা হচ্ছে অনশনসহ অারো বিভিন্ন কর্মসূচি। কৃষকদের সাথে একাত্মতা প্রকাশ করছে বিজেপি বিরোধী দলগুলো। এই অান্দোলনরত কৃষকদের সন্ত্রাসীদল বলে কটাক্ষ করেছেন কঙ্গনা রানাউত। তাতে ফেঁসে গেছেন মামলাতেও। ভারতের মতো একটি কৃষি নির্ভর রাষ্ট্রে কৃষকদের প্রতিবাদ কর্মসূচিতে চরম অস্বস্তিতে সেদেশের বর্তমান সরকার। যদিও সরকার পক্ষ বারবার কৃষকদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।