নিজস্ব প্রতিবেদকঃ  

নতুন করে আবারো উত্তেজনা দেখা দিয়েছে দক্ষিণ চীন সাগরে। চলতি মাসের শুরুতে প্যারাসেল দীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ উডি অাইল্যান্ডে  অত্যাধুনিক এইচ – জে বেমারু বিমান মোতায়েন করেছে বেইজিং। এই এলাকাটি একটি বিতর্কিত এলাকা। যদিও, চীনের সংবাদ মাধ্যম দাবী করছে এই এলাকায় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের তৎপরতা বাধা দিতেই এই সিদ্ধান্ত  নিয়েছে তারা।
চীনের এরূপ তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভিয়েতনাম। রাষ্ট্রটি মনে করে চীনের এরূপ কর্মকান্ড তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। বিষয়টি নিয়ে ভারতের সাথে জরুরি অালোচনা করেছে ভিয়েতনাম। অপরদিকে,  নিজের অবস্থানেে অনড় চীন।।