কাশে ভিড় জমেছে কালো মেঘ।  হাওয়ার আঁচল উড়িয়ে বৃষ্টি এসেছে যেন দলবেঁধে । এমন দৃশ্য যেন, মেঘের ভেলায় চড়ে বর্ষার গান সুর করে চলে যেতে চায় মন দূর থেকে বহুদূর। এত সুন্দর রংধনু যেন তার সাত রং নিয়ে খেলা করছে। বর্ষার মেঘের সঙ্গে অন্তরঙ্গ সাযুজ্য রয়েছে।জীবন যেন পদ্ম পাতার জল, কি আছে বৃষ্টির মাঝে?  ঝিরিঝিরি শব্দে যার অনিঃশেষ উন্মোচন। আসলে বৃষ্টির ঝরে পড়া ফোঁটায় যেন জীবনের সব দুঃখ দূর হয়ে যায়। এই মেঘলা আকাশ বৃষ্টি মনে করিয়ে দেয় অদিগন্ত ধান ক্ষেতের উপর মেঘের ছায়া। এই বৃষ্টিতে ভিজেছে তাল গাছের সারি ভিজেছে কুঁড়েঘর এ যেন এক জলজ ছায়াছবি ।আমরা প্রতিনিয়ত জীবনের ভাঙা-গড়ার খেলায় এর মধ্যেও স্বপ্নের জাল বুনে চলি আমরা জানি সবাইকে একদিন চলে যেতে হবে চলে গেলেও কিছু স্মৃতি রয়ে যায়, যার মাধ্যমে মানুষ স্মরণ করে। একের পর এক বর্ষাকালে এরকম আষাঢ় আসবেই নতুন কিছু বার্তা নিয়ে। কোন বর্ষায় মানুষ হাসবে আবার কোন বর্ষায় কাঁদবে পৃথিবী তার নিয়ম অনুযায়ী চলবে তবে সবার প্রার্থনা মহান সৃষ্টিকর্তা যেন আষাঢ়ের বৃষ্টির পানি দিয়ে ধুয়ে সকল পাপ  পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে আবার স্বাভাবিক করে দেন।