আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ কর্তৃক  ৪১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ll গ্রেফতার ০১
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃআলমডাংগা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে মুন্সিগঞ্জ ক্যাম্পের এসআই (নিঃ) তাপস সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স কর্তৃক মাদকদ্রব্য ও বিশেষ অভিযান পরিচালনাকালে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে গত ২১.০১.২০২৩  তারিখ সন্ধ্যা আনুমানিক ১৭:৩০ ঘটিকার সময় আলমডাঙ্গা থানাধীন জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামে আওয়ালের মোড়ে অভিযান পরিচালনা করে আসামীর হেফাজত হতে ৪১ (একচল্লিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ধৃত আসামী ১। মোঃ টুকু বিশ্বাস (৪৭), পিতা- মোঃ শহীদ আহমেদ, সাং- দক্ষিণ গোবিন্দপুর, থানা- আলমডাঙ্গা জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়।