বিশেষ প্রতিনিধিঃ শতর্ষের প্রাচীনতম ইসলামী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দীর্ঘদিনের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, রাজধানীর জামেয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও শায়খুল হাদীস, বাংলার মাদানী খ্যাত আল্লামা নুর হুসাইন কাসিমী রাহঃর কবর জিয়ারত করলেন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস, ও ছদরে জমিয়তে উলামায়ে হিন্দ আওলাদে রাসুল আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী হাফিঃ।

আজ ১৩ মার্চ রোজ শনিবার দুপুর ১২টার দিকে কাসিমী রাহঃর প্রতিষ্ঠিত জামেয়া মাহমুদিয়া সুবহানিয়া তুরাগের প্রাঙ্গণে মাকবারায়ে কাসিমী তে যান আরশাদ মাদানী।

এসময়ে উপস্থিত ছিলেন, জামেয়া আরজাবাদের মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া হাফিঃ ,মুফতী মুহিউদ্দীন মাসুম হাফিঃ,জামেয়া বারিধারার মুফতী মনির হোসাইন কাসেমী, আল্লামা কাসিমী রাহঃর ছাহেবজাদা মুফতি জাবের কাসেমী হাফিঃ , মুফতি আবদুস সালাম, মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী হাফিঃ মুফতি শরিফুল ইসলাম,মুফতি শাহ মুহাম্মদ ফয়জুল্লাহ, মাওঃ সাইফুদ্দিন ইউসুফ ফাহিম সহ প্রমুখ উলামায়ে কেরামগন।