হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহামদ সফী ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।এর আগে গত বৃহস্পতিবার তিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করেন,এর পর বৃহস্পতিবার রাত ১০ টায় হঠাৎ অসুস্থ অনুভব করেন,পরে তাকে চট্রগ্রাম মেডিকেলে আইসিইউ তে ভর্তি করানো হয়,কিন্তু অবস্থার অবনতি হলে শুক্রবার ঢাকায় আনা হয়,পরে শুক্রবার সন্ধ্যায় তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।তিনি দীর্ঘদিন থেকে হেফাজত ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক এর দায়িত্বে ছিলেন।