সদর উপজেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোল প্লাজা এলাকা থেকে ১৯ কেজি গাজা ও ২৫ বোতল ফেন্সিডিল এবং একটি প্রাইভেটকার সহ দুজনকে বৃহস্পতিবার (১১ মার্চ) আটক করেছে স্থানীয় থানা পুলিশ।
আশুগঞ্জ থানার এস আই শ্রীনিবাস চন্দ্র দাসের নেতৃত্বে একটি দল গোপন সূত্রের ভিত্তিতে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে এসব মাদক আটক করেন। পরে জব্দকৃত মাদক সহ দুজনকে আশুগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।আটককৃতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আফজালপুর গ্রামের আবুল বাশার মিয়ার ছেলে মো. ইয়াসিন (৩০)
 এবং অন্যজন একই গ্রামের লাডু মিয়ার ছেলে  জসীম মিয়া (৫০)।
এ ব্যাপারে আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাভেদ মাহমুদ জানান, মাদক মামলার আসামী করে দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।