ইউএনওর বদলী ঠেকাতে রাজপথে হাজারো পাহাড়ী বাঙ্গালীর মানববন্ধন ও বিক্ষোভ
ইউএনওর বদলী ঠেকাতে রাজপথে হাজারো পাহাড়ী বাঙ্গালীর মানববন্ধন ও বিক্ষোভ
মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধি :
এক ইউএনওর বদলী ঠেকাতে রাজপথে নেমেছে প্রত্যন্ত এলাকার হাজারো পাহাড়ী বাঙ্গালী। স্থানীয়দের মাঝে মানবিক ইউএনও হিসেবে পরিচিত খাগড়াছড়ির দূর্গম লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন এর বদলী প্রত্যাহারের দাবীতে বুধবার সকালে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সহস্রাধিক পাহাড়ি-বাঙ্গালি। স্থানীয়দের অভিযোগ একই ষ্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অন্তত ২ বছরের অধিক সময় থাকার কথা থাকলেও লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার ভালো কাজে ইর্ষান্নিত হয়ে একটি প্রভাবশালী চক্র ইউএনওর বদলীতে মরিয়া হয়ে উঠে। সম্প্রতি লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহেশখালির ইউএনও হিসেবে বদলীর আদেশের খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে এবং ইউএনও’র বদলী ঠেকাতে রাজপথে নেমে আসে সর্বস্তরের জনগন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সহ হেডম্যান-পাড়া কার্বারীগন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন