রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সমাগত, ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে বিভিন্ন প্রার্থীরা। পেস্টুন, ব্যানার শোভাপাচ্ছে হাট, বাজার ও মোড়েমোড়ে। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্ত এখন আলোচনায় কেন্দ্রবিন্দু ইউনিয়ন পরিষদ নির্বাচন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনন্দ বিরাজ করছে প্রতিটি পাড়া মহল্লায় ও চায়ের দোকানে। রামপাল উপজেলার ১ নং গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন গাজী তার ইউনিয়নের বিভিন্ন এলাকার সকল সত্তরের মানুষের সাথে আলোচনা সভা ও মতবিনিময় সভা করছেন, আজ বিকাল ৫ টার সময় গৌরম্ভা ২ নং ও শ্রীরম্ভা ৩ নং ওয়ার্ডের বিভিন্ন সত্তরের মানুষের সাথে তিনি নির্বাচন নিয়ে মতবিনিময় ও আলোচনা করেন। প্রতিটি এলাকার মানুষ ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবিন্দ ও বীর মুক্তিযোদ্ধা এবং সাধারণ জনগণ গিয়াস উদ্দিন গাজী কে নির্বাচন করতে আগ্রহী প্রকাশ করেন ও অনুমতি দেন। গিয়াস উদ্দিন গাজী ( কোভিট – ১৯) করোনা কালীন বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে সহোযোগীতা করেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিজয়ি হয়ে ইউনিয়নের সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান, অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সকল সত্তরের মানুষের সহোযোগিতা চান।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরম্ভা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গাজী, এসময় আরো উপস্থিত ছিলেন রামপাল উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গৌরম্ভা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ ইসরাফিল গাজী, গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ জালাল শেখ, খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, গৌরম্ভা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জুলহাস ইজারাদার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীরম্ভা ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাবেদ শেখ।
সাধারণ জনগনের সাথে কথা বলে যানাযায় তিনি এলাকার কাজকর্ম করে ভালো, সে অন্যায় কাজে কোন সময় জড়িত থাকে না। আমাদের আশা আছে ভবিষ্যতে তার দ্বারা আমরা উপকারিত হবো। গিয়াস গাজী ভালোলোক আমরা তাকে পুনরায় চেয়ারম্যান হিসাবে চাই।