কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের জেলার ইটনা উপজেলায় গাজী মিয়া (৬৫) নামে এক নৌকার মাঝিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর ইটনা নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। নিহত গাজী মিয়া ইটনা উপজেলার পূর্বগ্রাম গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর তাড়াইল থেকে যাত্রী নিয়ে গাজী মিয়ার নৌকাটি ইটনা সদরের জেটিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, পথে ইটনা নতুন বাজার এলাকায় অপর একটি মাছ ধরার ছোট নৌকাকে ধাক্কা দেয় গাজী মিয়ার নৌকাটি। এতে মাছ ধরার ছোট নৌকাটি ডুবে যায়।
এ সময় মাছ ধরার নৌকায় থাকা ৫/৬ জন লোক গাজী মিয়ার নৌকায় উঠে গাজী মিয়াকে মারধর করেন। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় গাজী মিয়াকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গাজী মিয়াকে মৃত ঘোষণা করেন।
ইটনা থানার পরিদর্শক (অপারেশন) শামসুল হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।