ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-জাবের আল-সাবাহ এর ইন্তেকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন মোতাবেক রাষ্ট্রীয় শোকের অংশ হিসাবে ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় শোক পালিত হয়।
আজ বৃহস্পতিবার (০১লা অক্টোবর) শোকের অংশ হিসাবে ক্যাম্পাসে প্রশাসনভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।
এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কুয়েতের আমির শেখ সাবাহ আল-জাবের আল-সাবাহ এর রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ.স.ম শোয়াইব আহমদ।