ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) কর্তৃপক্ষ জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে  ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করে।
আজ শুক্রবার(২১ আগস্ট) সন্ধ্যায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা। মূখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমীর চেয়ারম্যান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলা দিবস পালন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ।
ভার্চুয়াল অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোঃ মোস্তাফিজুর রহমান (মিঠুন মোস্তাফিজ)।
আলোচকবৃন্দ ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে নির্মমভাবে শাহাদাৎবরণকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল সদস্যের  প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। বক্তাগণ বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করার দাবী জানান। একইসঙ্গে তাঁরা ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী মহিলা লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ নেতা-কমর্ীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, ট্রিপল ই বিভাগের প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. সালমা সুলতানা,  কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মোঃ ইব্রাহীম আব্দুল্লাহ, সহযোগী অধ্যাপক  ড. এম মুনতাসির রহমান, সহকারী অধ্যাপক জয়শ্রী সেন, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক শাহিদা আক্তার ও মেহেদী হাসান-সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।
সবশেষে আজ বাদ জুম্মা গ্রেনেড হামলায় শহিদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থ্যতা কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়।