ভোলা প্রতিনিধিঃ  ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ উপলক্ষ্যে ১২ই অক্টোবর  সোমবার বিকেল থেকে ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মেঘনার তীরবর্তী বিভিন্ন ঘাটে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে,
স্লুইজ গেইট থেকে শুরু করে, শাওন বাজার,চাদ মিয়ার হাট, কাশেমগঞ্জ, নতুন বাজার,লর্ডহার্ডিঞ্জ বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি  আলহাজ্ব আবুল কাশেম মিয়া জেলেদের মাঝে ইলিশ সংরক্ষনের উপকারিতা তুলে ধরে বলেন এই ইলিশ মাছ মাত্র ২২ দিন না ধরে পুরো বছর জুরে  আমরা আহরন করবো,,আইন অমান্যকারী যেই হউক না কেনো কোনো ছাড় না দেয়ার হুশিয়ারি দিয়ে তিনি বলেন,আইন অমান্যকারীর সাজা অবশ্যই ভোগ করতে হবে,তাই সকলকে এই আইন মেনে চলার আহবান জানান।
এসময় উপজেলা মৎস্য অফিসার শুদিপ্ত মিশ্র জেলেদের উদ্দেশ্যে বলেন,আমরা চাই আপনারা কেউ এই ২২ দিন মা ইলিশ সংরক্ষণ, আহরন,ও পরিবহনের সাথে জরিত না থাকেন,সরকার জেলেদের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন যাতে জেলেরা কস্টে দিন না কাটানো লাগে,
এসময় ১৪ই অক্টোবর থেকে শুরু করে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে পরিচালনার জন্য সবার সহোযোগিতা চান উপজেলা মৎস্য অফিসার শুদিপ্ত মিশ্র।