কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কটিয়াদীতে ‘ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন ‘ সংগঠন এর নবগঠিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে, দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন।
‘পাশে দাঁড়ানোর অঙ্গীকার, BYSO আমার অহংকার’ স্লোগান নিয়ে বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন (BYSO) এর নবগঠিত কিশোরগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি শাহাদাত ছিদ্দিকী শাওন।কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য বর্মণ বিরাজ অনির্বাণের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকতারুন নেছা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, নবগঠিত কমিটির সহসভাপতি মো. ইফতিয়ার জাহান ভূইয়া আপন,
ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক দীপা বর্মন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক, রক্তদান সমিতির সমন্বয়ক বদরুল আলম নাঈম প্রমুখ। অর্থ বিষয়ক সম্পাদক শান মাহমুদ, কর্মসূচি বিষয়ক সম্পাদক তারেক আফ্রিদি, কর্মসূচি বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ মুরাদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক মাইমুনা টুম্পা সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিচিতি পর্ব শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে দুই জন দরিদ্র প্রশিক্ষিত নারীকে কর্মসংস্থানের উপকরণ হিসাবে দুটি সেলাই মেশিন প্রদান করা হয়।