উখিয়া ( কক্সবাজার ) প্রতিনিধি: কক্সবাজার জেলা ঈদগাঁও উপজেলা ঘটে যাওয়া নিন্দনীয় সে ঘটনার আহত হওয়া মনজুর অবশেষে আজ মারা গেছেন। কক্সবাজার সদর ঈদগাঁওতে ২১/৫/২০২১ইং রোজ শুক্রবারে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনদের হামলায় চরম ভাবে আহত হন মনজুর নামে এক প্রবাসী।

মনজুর করোনাকালে ছুটিতে আসলে আর প্রবাসে যাওয়া হয় নি, প্রবাসী মনজুর প্রবাস জীবনের সব আয়ের টাকা তুলে দিতেন স্ত্রীর হাতে, স্ত্রী, স্বামীর সব টাকা দিয়ে নিজের নামে কিনে নেন জমিজমা তৈরি করেন একটি ভবন। স্ত্রী ও স্বামীর মধ্যে মন-মিল না হওয়ায় দুরত্ব কমতে থাকে দুইজনের মধ্যে, সে সুবাদে শুক্রবার মনজুরের উপর হামলা চালায় স্ত্রী সহ শ্বশুর বাড়িদের লোকজন, হামলা চালানো সে নিন্দনীয় ঘটনার ভিডিও করেন এক পাবলিক যেটি মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় বিষয়টি আইনের চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন পুলিশ সে ঘটনার জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত মনজুর কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ছিলেন, আজ ২২/৫/২০২১ ইং রোজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের উদ্দেশ্যের পথে আহত মনজুরের মৃত্যু ঘটে।

হামলাকারীরা হল মনজুরের দ্বিতীয় স্ত্রী ও স্ত্রীর বাবা,মা,ভাই সহ মোট ৮ জন মনজুরের উপর হামলা চালায়, এখন তারা জেল হাজতে আছেন।