উখিয়া ( কক্সবাজার ) প্রতিনিধিঃ কক্সবাজার জেলা উখিয়া উপজেলা কোটবাজার স্টেশনে গভীর যানজট। সাধারণত কোটবাজারে বেশ কয়েকদিন আগে জনসমাগম শূন্য থাকলেও ঈদের কয়েকদিন আগে থেকে দেখা মিলছে অনেক জনসমাগম। কেউ আসছিল শপিং করতে, আবার কেউ আসছিল বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস – পত্র কিনতে এভাবে চলছিল কোটবাজার স্টেশন প্রায় সপ্তাহখানিক হল। তবে ঈদের দ্বিতীয় দিনে মানে আজকে সকাল থেকে দেখা মিলছে বেশ জনসমাগম সাথে ছোট – বড় প্রচুর গণপরিবহন যেমন রিক্সা, টমটম, সিএনজি, মোটরবাইক, স্পেশাল সার্ভিস থেকে শুরু করে দেখা মিলছে নানান সব শত শত গণপরিবহন। সাথে ছিল প্রচুর জনসমাগম দেখা মিলছে ছোট, বড়, যুবক, বৃদ্ধ, মহিলা সব ধরণের লোকদের দেখা মিললো সকাল থেকে কোটবাজার স্টেশনে, এটি হয়তো ঈদের আমেজের কারণে মানুষ মনখুশিতে এদিক ওদিক ঘুরাঘুরি করতেছে হ্যাঁ এটাই স্বাভাবিক মানুষ ঈদের দিন ঘুরাঘুরি করবেই তবে অবশ্য স্বাস্থ্যবিধি মেনে। আমরা কি ভুলে যাচ্ছি যে এক মহামারী আমাদের তাড়া করতেছে এটা কি আমাদের একেবারে মনে নাই? বেশ কিছুদিন ধরেই আমাদের দেশে মহামারী করোনা ভাইরাসের হানা অনেক গুণ বেশি, এই করোনা থেকে নিজেকে ও দেশকে সুরক্ষিত রাখতে কি স্বাস্থ্যবিধি মানা আমাদের জন্য প্রয়োজন নয় হ্যাঁ অবশ্য প্রয়োজন। তবে আজকে কোটবাজার স্টেশনে স্বাস্থ্যবিধি মানতেছে বলে আমার মনে হয় নি। আমার দেখা মতে স্বাস্থ্যবিধি মানা ছিল না কারোর, দেখা যায় নি ড্রাইভারদের কাছে, দেখা যায় নি জনসাধারণের মাঝে-ও। তাহলে আগামীতে করোনা ভাইরাস আমাদের জন্য কতটা ভয়ংকর হতে পারে একবার ভাবুন, এখনও তো অনেক সময় আছে সবাই যদি সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মানি তাহলে তো সবার জন্যই মঙ্গলজনক। সবাই যদি স্বাস্থ্যবিধি মানি তাহলে তো সবার জন্যই একটা ভালো দিক, তাহলে অবশ্য অবশ্য মাক্স পড়ুন, ঘরে থাকার চেষ্টা করুন।