উখিয়া প্রতিনিধিঃ উখিয়াতে চাউলের বস্তা প্রতি প্রায় দেড় হাজার টাকা বাড়ছে এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। তাদের প্রশ্ন এই কৃষি প্রধান দেশে এত চাউলের দাম কেন? সাধারণ মানুষের প্রশ্নের উওর দেওয়ার মত কি কেউ আছে? হঠাৎ বস্তা প্রতি কেন এত দাম? আমাদের দেশে প্রায় রয়েছে দিন মজুরি, শ্রমিক সহ নানান ধরণের কেঁটে খাওয়া মানুষ তাদেরকে এই ভাবে হয়রানি কেন? সাধারণ মানুষ বলতেছে প্রশাসনের বাজার মনিটরিং করা অত্যন্ত জরুরী।
গুদাম থেকে পাইকারি নিয়ে যখন খুচরাতে বিক্রি হবে তখন তো আর দশাতে পড়বে অতিসাধারণ মানুষগণ এভাবে চললে তো সাধারণ মানুষ বেঁচে ও মরে যাবে। প্রশাসনের বরাবর দৃষ্টি আর্কষণ করছি এটির একটা সমাধান দিন আপনারা।
এই ভোগান্তি কবে শেষ হবে জানা নেই কারোর তবে সাধারণ মানুষ বিশ্বাস করে অতিদ্রুত এই ভোগান্তির শেষ হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী এর একটি কোন সমাধান খুঁজে দেবে বলে আশা করেন সমগ্র বাংলাদেশ ও উখিয়ার সাধারণ মানুষগণ।
উখিয়া, কোটবাজার, মরিচ্যা,কুতুপালং,পালংখালি সহ যে গুলো বাজার রয়েছে উখিয়াতে সবখানে এক রকম একটি বিরাজ তৈরি হয়েছে চাউলের দাম নিয়ে। এটির সমাধান অতিদ্রুত হবে বলে আশা করি। এতে একটু স্বস্তিও ফিরবে বলে আশা করি সাধারণ মানুষদের।