উখিয়া প্রতিনিধি; উখিয়া কোটবাজারে দেখা মিললো এক কৃষকের যিনি টানা ২৫-৩০ বছর ধরেই করে আসছেন কৃষিকাজ। তার এই কৃষিকাজে একরকম নেশার মত হয়ে গেছে বলে জানিয়েছেন এই কৃষক।
কৃষকের নাম লোকানাথ বড়ুয়া প্রকাশ ( নুনু মিস্থি ) ( বয়স ৭৬) তিনি দীর্ঘদিন ধরেই করে আসছেন কৃষিকাজ কোন মৌসুমই বাদ দেন না এই কৃষক।
কৃষক লোকানাথ বলেন এই কৃষিকাজে আমি দেশের একটি আয়ের উৎস বাড়াতে বা দেশকে কৃষিকাজে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি ও বিশ্বাস করি এটার জন্যই আমার এই দীর্ঘ পথ চলা কৃষিকাজে।
আমি তাকে প্রশ্ন করি আপনি এতে কতটা লাভ মান হন বা কতটা ক্ষতির মুখোমুখি হন? এতে কৃষক বলেন আমি অনেক মৌসুমে লাভ মানও হয় আবার অনেক সময় বড় ক্ষতির মুখোমুখি ও হয়। আমার প্রশ্ন আপনাকে পারিবারিক ভাবে সহযোগীতা করে? না এগুলো না করা বারণ করে? এতে তিনি বলেন আমার মেজ ছেলে কাজল বড়ুয়া আমাকে এই কৃষিকাজে সবসময় সহযোগিতা করে থাকে এবং এখনোও সহযোগিতা করে আসছেন তিনি আর বলেন আমি যখন ক্ষতির মুখোমুখি হয় তখন আমার পরিবারের অনেকে বলে এগুলো না করার জন্য কিন্তু তখনও আমার ছেলে কাজল আমাকে বলে ব্যবসায় লাভ ক্ষতি আছে এটাতে চিন্তা করার কিছু নাই। ছেলে কাজল বড়ুয়ার কাজ থেকে জানতে পারি এলাকায় তার বাবার একটা সুনাম রয়েছে এটা ঠিকে রাখতে ও দেশকে কৃষি প্রধান দেশ করতে তার এই ক্ষদ্র চেষ্টা মাত্র।
তাদের এই টানা কৃষিকাজে খুশি বলে জানিয়েছেন এলাকার চেয়ারম্যান ও মেম্বারা তারা বলেন টানা ২৫-৩০ বছর ধরে কৃষিকাজ করা এটা অসম্ভবকে সম্ভব করেছে এরা এতে তারাও নিজেদের গর্ববোধ করে এই কৃষকে নিয়ে।