উখিয়া( কক্সবাজার) প্রতিনিধি:১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা হলরুমে শিশু-কিশোর ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে কেক কাটা হয়। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন এর উপর আলোকপাত করেন ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উখিয়া, উখিয়া উপজেলার আওয়ামিলীগ এর সম্মানিত সভাপতি, উখিয়া উপজেলার এসিলেন্ট, উখিয়া উপজেলার পুলিশ বাহিনী ও উখিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা সহ অনেক সম্মানিত ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
জাতির পিতার সরণে পুষ্প দিয়ে শ্রদ্ধা, কেক কাঁটা থেকে শুরু করে ও উপজেলা হলরুমে তাদের বিশেষ বক্তব্য এর মাধ্যমে সুন্দর ভাবে এই অনুষ্ঠানটি সর্ম্পন্ন করেন।