উখিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজার জেলা উখিয়া উপজেলা নির্বাচন অফিসে সাধারণ মানুষদের এখন আর ভোগান্তি হয় না। সাধারণ মানুষরা কোন কাজে গেলে বাড়তি এক মিনিটও কোন ব্যাক্তিকে ওখানে থাকতে হয় না।
নির্বাচন অফিসের পরিচালনা খুবই ভালো এটা আমি ক্লিয়ার ভাবে দেখতে পাইছি উপজেলা নির্বাহী অফিসার নিজাম আহমেদ স্যার ও সব কর্মকতাদের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টাতে এই ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে বলে ধারণা করতে পাচ্ছি। তাদের এই পরিশ্রমে ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন সাধারণ মানুষগণ।
উখিয়া উপজেলা নির্বাচন অফিসের কর্মকতারা তাদের শত ভাগ দিয়ে সাধারণ মানুষদের সেবা দিচ্ছে বলে জানিয়েছেন সাধারণ মানুষরা। নির্বাচন অফিসের এক পাশে রয়েছে যেখানে NID কাজ চলে সেখানে মানুষের কাজ বেশি থাকে বলে ধারণা করছি আর সেখানেও অতিদ্রুত এর সাথে কাজ সর্ম্পন্ন করে দে তারা অতিসুন্দর এর সাথে এতে মানুষ মোটেও ভোগান্তি হচ্ছে না বলে আমি মনে করি।
এতে সাধারণ মানুষরা আশা করছে এই ভাবে যেন সারাজীবন সেবা দে জনগণকে। নিজাম আহমেদ স্যারকে ধন্যবাদ সব কর্মকতাদের ধন্যবাদ আমার পক্ষ থেকে অন্তত একটি প্রতিষ্ঠান হলেও খুঁজে পেয়েছি যেখানে মানুষ কম ভোগান্তি পাই।