উজিরপুরে ইউপি সদস্য ও তার সহযোগীরা প্রতার'ণা 
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার কালিহতা ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য  আব্দুস সালাম সরদার ও তার সহযোগী মশিউর রহমানের বিরুদ্ধে , বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা,বয়স্ক ভাতার টাকা দেবার কথা বলে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। সরেজমিন ঘুরে জানা যায়, কঠোর পরিশ্রম, দক্ষতা আর মেধা দিয়ে জনগণের অসহায়ত্বের সুযোগ নিয়ে দু-দুবার ইউপি সদস্য হয়ে। প্রতিবন্ধীর টাকা দেবার কথা বলে। উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন টেস্ট করিয়ে, তার সহযোগী মশিউর কে দিয়ে পেরায় লক্ষাদি টাকা হাতিয়ে নিয়েছেন।তিনি উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের আব্দুর রব সরদারের ছেলে, এই প্রতারক ইউপি সদস্য সালাম ।নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যক্তি, সাংবাদিকদের জানান আমরা ভয়ে মুখ খুলতে পারি না। সালাম সরদারে পেটোয়া বাহিনী। তাদের কাজই হলো এলাকার লোকজনকে ভুল  বুঝিযে, সাধারণ জনগণের কাছ থেকে টাকা নেওয়া। এ বিষয়ে ইউপি সদস্য সালাম জানান, আমার নাম নিয়ে যদি কেউ টাকা নিয়ে থাকে আমি জানি না। মশিউর  সম্পর্কে জানতে চাইলে বলেন, হ্যাঁ মশিউর আমার সাথেই থাকেন। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সাধারন জনগন।