বরিশাল প্রতিনিধিঃ উজিরপুরের সাতলা ইউনিয়ন এর ১নং আলামদী ওয়ার্ডের প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস।

এ ছাড়াও বিভিন্ন এলাকা থেকো দৈনিক বিভিন্ন কাজে হাজার হাজার মানুষের যাতায়াত করতে হয় অত্র ওয়ার্ডের উপর দিয়ে।
কিন্তু এত মানুষের চলাচলের জন্য একটা মাত্র রাস্তা ও ব্রীজ দীর্ঘ দিন থেকে নাজেহাল অবস্থায় আছে।

প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন কারনে রাস্তা ও ব্রীজ আজ ধ্বংসের পথে। বর্ষাকালে এ রাস্তার অবস্থা এত খারাপ হয় যে, অত্র এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রী তথা এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হয়,
এবং অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।

এলাকাবাসীর উদ্যোগে কিছুটা মেরামত মেরামত সম্পন্ন হলেও তা যথেষ্ট নয়।
ওয়ার্ড বাসির পক্ষ থেকে
বিভিন্ন প্রতিনিধির কাছে আবেদন করলে তারা মেরামত ও উন্নয়নের আশ্বাস প্রদান করে, তবে বাস্তবে তা রুপ নিচ্ছে না।

তাই এবার ওয়ার্ডের সাধারন জনগন রাস্তা ও ব্রিজ মেরামতের জন্য উপজেলার জনদরদী ও গরীবের চেয়ারম্যান হিসাবে পরিচিত উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ শিকদার (বাচ্চু) কাছে খোলা চিঠির মাধ্যমে রাস্তা ও ব্রীজের মেরামতের সুব্যবস্থা করার আহ্বান জানান।