ফেনী পশ্চিমাঞ্চলের মানবতার অগ্রপথিক উম্মাহ্ ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টাদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন। উক্ত ইফতার মাহফিল আজ বাদ আছর থেকে মহিপাল ডাঃ আল হেলাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আল হেরা একাডেমীর অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, তামিরুল উম্মাহ্ ফাউন্ডেশনের সেক্রেটারি এয়াকুব ফারুকী, দিপ্ত টিবির ফেনী জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহাজালাল ভূইয়া,ফেনী সমাচারের নির্বাহী সম্পাদক আমজাদুর রহমার রুবেল,এসোসিয়েশনের অব ফেনী দোহা-কাতারের সদস্য কামাল উদ্দিন, এটিএন বাংলা কাতার প্রতিনিধি হারুন অর রশিদ, ফরিদ উদ্দিন ও সালাউদ্দিন, শামছুদ্দিন রিগান, আব্দুর রহীম রাজু প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন ফেনী ব্লাড ফাইটার্সের সহ-সভাপতি ওসমান গনী, শাহাদাৎ মানিক,দিদারুল, জুলফিকার, রায়হান খন্দকার, সহ উম্মাহ্ ব্লাড ডোনেশন ক্লাবের কার্যকরী ও সহ-কার্যকরী সদস্যবৃন্দরা। মেহমানবৃন্দ রমজানের তাৎপর্য ফজিলত নিয়ে আলোচনা করেন।