আদিতমারী উপজেলার কমলাবাড়ী উনিয়নের,কিসামত চরিতাবাড়ী গ্রামের চন্ডিবাড়ী থেকে আদিতমারী উপজেলার মধ্যকার রাস্তার বেহাল দশা,কয়েক দিনের একটানা ভারি বর্ষণে রাস্তা ধসে চলে গেছে,পাশা পাশি আশে পাশের বাড়ী গুলো পানি বন্দী হয়ে পড়েছে,দেশ স্বাধীন হওয়ার ৫০ বছরে এই প্রথম কিসামত চরিতাবাড়ী উচু এলাকা পানি বন্দী হয়ে পরেছে শত শত পরিবার ।

অনেকের পুকুর উচলে সব মাছ চলে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে মাছ চাষীরা তার সাথে রাস্তা ভাঙ্গাতে ভোগান্তি এলাকাবাসী।