এক লক্ষ টাকা চুক্তিতে নব বিবাহিত বরকে হত্যা
মোঃ আব্দুল হামিদ, গাজীপুর প্রতিনিধিঃ
পছন্দ করা মেয়ের অন্যত্র বিয়ে হওয়ায় এক লক্ষ টাকা চুক্তিতে হত্যা করানো হয় নব বিবাহিত বরকে। গাজীপুরের বনখড়িয়া নিহত বর শরিফুলের কিলিং মিশনে অংশ নিহতের বন্ধু
সহ চার জন। গত নয় তারিখে রাতে গলা কেটে হত্যার পর লাশ ফেলে যায় জঙ্গলে। হত্যার নয় দিন পর পিবিআই’র হাতে আটককৃতরা স্বিকারক্তিমূলক জবানবন্দীতে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য।
গাজীপুরে পেশায় অটোরিকশা চালক শরিফুল ইসলাম হত্যার এক সপ্তাহের মধ্যে রহস্য উম্মোচন করে ছয় ঘাতকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। শরিফুলের স্ত্রীকে বিয়ে করতে না পারার ক্ষোভেই শরিফুলকে গলা কেটে হত্যা করে ভাড়াটে ঘাতকরা বলে জানায় পিবিআই। গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীপুরের বনখড়িয়া এলাকার শফিকুল ইসলাম, আফ্রিদি, হানিফ। মির্জাপুরের রাকিব, রাজিব শেখ ও জুয়েল রানা। দুপুরে নগরীর নিয়ামত সড়কে পিবিআই গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান। এছাড়াও তিনি বলেন, অটোচালক শরিফুলের স্ত্রীকে বিয়ে না করতে পেরে বনখড়িয়া এলাকার আজমত উরফে তারেককে শরিফুলকে হত্যার কন্টাক দেয় এক লাখ টাকায় রাজিব শেখ। পরে টাকা পেয়ে অটোচালককে নিয়ে বনখড়িয়া বনে যায় তারেক। সেখানে গলা কেটে হত্যা করে অটোচালককে। কিলিং মিশনে থাকে চারজন। এর মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীরা আদালতের স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।